নাইরে বান্ধব

আলাউদ্দিন আলো

নবী ছাড়া ঐ কবরে
নাইরে বান্ধব নাই
হাসরেতে নবী ছাড়া
নাই দরদী নাই
★বান্দদার জন্য রহমত
    আমার নবী মোহাম্মদ
    দুই জাহানে আরকি আছে এমনি সম্পদ
    অন্ধকার কবরে যেনো নবীর দেখা পাই(ঐ)
★কবর হাসর পুলিসিরাতে
    সজন কেউ রইবেনা সাথে
    আপন হয়ে থাকবে সেদিন নবী আহম্মদ
কাওসারের পিয়ালা পিয়ে মন জুরাবো তাই(ঐ)
★খোদা পাইতে চাও যদি মন
     নবীর পথে কর গমন
     রিদয়েতে ধারন কর নবীর মোহাব্বত
আলাউদ্দীন কই সেই কথা টি কোরআনেতে পাই(ঐ)