গোলাপ নিলাম গাঁদা নিলাম

 লেখক, সুরকার ও গীতিকার –  সৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি

গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা

মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা

একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা

হাসিমুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা ,

সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা ,

ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ইয়া হাবীবাল্লাহ (ﷺ)

*লাল রঙের ফুলকে বলি রঙটি কোথায় পেলে?

উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে।

ওরে সেই রক্তের লালে,

 তাই, লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা । ঐ

*হলুদ রঙের ফুলকে বলি রঙটি কোথায় পেলে?

নূর নবীজির নূরাণী দেহের কথা বলে।

সে’খান থেকে মিলে,

তাই, হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা । ঐ

*সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে ?

নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে।

ওরে সে’খান থেকে মিলে,

তাই,সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা।ঐ

Read Also: নবী ছাড়া ঐ কবরে নাইরে বান্ধব নাই
New Lyrics: মাওলাই নবীর দিওয়ানা 

Leave a Reply