আমি নবীর প্রেমে মরে গেছি

কুসুম আক্তার ভান্ডারী

আমি নবীর প্রেমে মরে গেছি আর কি মারিবে

সাদা কাপন পরায় আমায় দাফন করিবে

দাফন করিবে আমার জানাজা পড়বে। ঐ

নড়াচড়া দেখে ভাব প্রাণ আছে বুকে,

আসলে প্রাণ মরে গেছে নবীজীর শোকে।

দেহ নড়ে নবীর দয়ায় এই টুকু বুঝবে৷ ঐ।

নবীর প্রেমিক যারা তাদের মরণ আসেনা

মরণ ভেলায় চড়ে চলে সোনার মদিনা

অমর নামা তোফা তাদের নবীজী দিবে। ঐ

আল্লাহ রাজীর প্রতম শর্ত প্রেম নবীজীর।

যেথায় এ প্রেম সেথায় আজরাইল হয়না হাজির

আজরাইল আসার নাই সুযোগ- প্রাণ কে নিবে।

মরণ আসার আগে মরলে নবীর প্রেমেতে

কুসুম বলে মরনের ভয় না রয় মনেতে

নবীর প্রেমই প্রেমীর মরণ প্রেমিক বুঝিবে৷ ঐ

Read Also: ইয়া আল্লাহু
New Lyrics: Khair Ul Bashar Par Lakhon Salam