শানে শেরে বাংলা

সৈয়দ হাসান মুরাদ কাদেরী

না চাহিলেন বাড়ি গাড়ী না চাহিলেন দুনিয়াদারী,

আপন জীবন সপে দিলেন নবীর প্রেমেতে পড়ি,

সেই যে আমার আযিযুল হক শেরে বাংলা কাদেরি।

ডঙ্কা বাজে সারা জগত তিনি ইমামে আহলে সুন্নত,

সারা জীবন করলেন যিনি দ্বীন ইসলামের চাকুরী ।

দ্বীন দুনিয়ার আসল সম্বল নবীর এস্কে হলেন পাগল,

যার নূরানী পাক দরবার শুধু হাটহাজারী।

নবীর এস্কে হলেন মত্ত গাউছে পাকের ছিলেন ভক্ত,

বোগদাদীরই প্রিয় দুলাল আশেক খাজা আজমেরি।

বাতিল ফেরকা আছে যত নাম শুনিলে তরতর কাফতো

ভয় করিত বাঘের মতো  ওহাবী আর মওদুদী।।

আশেক গনের মনের মুরাদ পূর্ণ করে যিনি দিন রাত,

পরকালে হবেন তিনি আশেক গনের কান্ডারী।

গভীর রাতে ফন্দি করে ওহাবীরা হামলা করে,

খন্দকিয়ায় রক্তের বন্যায় বাসাইল সুন্নির তরি।

Read Also: কুকিল ডাকে কুহু কুহু
Read Also: কে বুঝিবে মনের ব্যথা
New Lyrics: কৃর্পা কারো মহারাজ

One Comment

Leave a Reply