শানে গাউছে জীলানী

সৈয়দ হাসান মুরাদ কাদেরী

হে বড়পীর।

আবদুল কাদের জীলানী

অলির দেশে তোমার সমান।

কাউকে না চিনি।

কাউকে না মানি।

অলি হতে তোমার চরণ।

কাঁধে নিতে হয়।

তমার সমান করলে দাবী

সেকি অলি হয়?

সে তো অলি নয়।

খালি কলসী বাজে বেশি

সকলে জানি।।

নামের আগে পরে যত

থাকুক উপাধী।

তোমার মত যে বলে।

সে বড়ই অপরাধী

তোমার পদে ভাগ বসানোটা

অতি নাদানী ।।

কি ক্ষমতা দিলো প্রভু

তোমারি হাতে

জগতটাকে দেখো তুমি

হাতের তালুতে।

ছেলে হারিয়ে ছেলে পেল

তোমারি মেহেরবানী।।

তোমার ঘরে চোর ঢুকিলে

অলি হয়ে যায়।

তোমার দুয়ারের কুকুরে

বাঘ ধরে খায়।

তাইতো  মুরাদ তোমার প্রেমে

হলাম কুরবানী ।।

Read Also: আল্লাহ প্রিয় হাবীব আপনি কাঁটা বিহীন গোলাপ
Read Also: আল্লাহ তোমার দরবারেতে
New Lyrics: Chaap Tilak sab cheeni re

Leave a Reply