নিখিলের চির সুন্দর সৃষ্টি

-গোলাম মোস্তফা-

নিখিলের চির সুন্দর সৃষ্টি

আমার মোহাম্মদ রসুল

কুল মাখলুকাতের গুল্বাগে

যেন একটি ফোটা ফুল।।

নুরের রবি যে আমার নবী

পুণ্য করুনা ও প্রেমের ছবি

মহিমা গায় তারি নিখিল কবি

কেউ নয় তার সমতুল।।

পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়

হাসিল নিখিল আলোক- আভায়

পুলক লাগিল তরু ও লতায়

খুশিতে সবাই মশগুল।।

আঁধার রাতের সে যে চাঁদের কিরণ

করু সাহারার বুকে সুধা বরিষন

নীরব ধরার গুল বাগিচাতে যেন

গান গেতে এল বুলবুল।।

Read Also: তোমরা যদি যাওগো মদিনায়
Read Also: কিয়া বাত মেরে মাওলা
New Lyrics: খোদারই দান

Leave a Reply