তৌহিদেরই মুর্শিদ আমার

— কাজী নজরুল ইসলাম

তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম।

 মুর্শিদ মোহাম্মদের নাম।

ঐ নাম জপলেই বুঝতে পারি খোদায়ী কালাম।

মুর্শিদ মোহাম্মদের নাম ॥

ঐ নামেরই রশি ধ’রে যাই আল্লাহর পথে,

ঐ নামেরই ভেলায় চ’ড়ে ভাসি নূরের স্রোতে,

ঐ নামেরই বাতি জ্বেলে দেখি লােহ আরশ-ধাম।

 মুর্শিদ মোহাম্মদের নাম ॥

ঐ নামেরই দামান ধ’রে আছি, আমার কিসের ভয়।

ঐ নামের গুণে পাবো আমি খোদার পরিচয়,

তার কদম মোবারক যে আমার বেহেশতী তাঞ্জাম।

মুর্শিদ মোহাম্মদের নাম ॥

Read Also: দোজাহানে কি যে হবে আমার পরিচয়
Read Also: দিওয়ানা বানাইল আমায়
New Lyrics: দীন-দরিদ্র কাঙ্গালের তরে

Leave a Reply