কেন এতো ভালো  লাগে

মোঃ ইকবাল হোসাইন

কেন এতো ভালো লাগে আমার নূর নবীর নাম।

আরো  ভালো  লাগে নবীর দরুদ সালাম।

নবীর দরুদ সালাম…৪

(আললাহুম্মা সল্লেআলা সয়্যিদিনা মুহাম্মাদিন)।

প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান

সারা জীবন গেয়ে গেলে জানি ফুরাবেনা তাহার শানমন…২।

গেয়ে যাবো নাতে রাসুল। যতদিন থাকবে এই দেহে প্রাণ ।(ঐ)

এই পৃথিবী হবে ধ্বংস একদিন থাকবনা মোরা  সব হবেরে বিলীন

তারপরে আসবে কিয়ামত সব কিছুর হিসাব হবে সেদিন…২।

আপন হবে নবী সবার। ধরে রাখো তাহার দামান।(ঐ)।

কেন কত লাগে ভাল দয়াল নবীর শান।

যত জপি ততই জুডাই মনও প্রাণ।

দয়াল নবীর সেই শান যাদের লাগেনা ভাল

সেই যেন দু জাহান হারালো…২

অধম ইকবাল আমি বলি নাতের সুরে ১

তিনিতো হলেন মুক্তির পয়গাম ।(ঐ ।

Read Also: নিখিলের চির সুন্দর সৃষ্টি
Read Also: পলকে জীবন দিয়ে দিব
New Lyrics: বক্ষে আমার কাবার ছবি

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.