কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় বল

মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্দারী (রহঃ)

কারবালার করুন কাহিনী কি ভুলা যায় বল

নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠূর এজিদায় (ঐ)

দুধের শিশু শহীদ করল নিষ্ঠূর  এজিদায়

দয়াল নবী যে গলেতে চুমা দিত দিনে রাতে  (সে)

সেই গালেতে বিষের চুরি সিমুরে চালায় (ঐ)

মা ফাতেমার কান্দার সূরে বিশ্ব ভূবন হায় হায় করে

কাঁদেন নবী অকাতরে বসে রাওজায় (ঐ)

মুসলিম এর দুই অবোধ ছেলে শির কাটাইল (সে) দরজালে

শোকেতে বানু বসে আসগরকে হারায় (ঐ)

জগত ভরল কান্নার রোলে সিজিদাতে নবী বলে

পাপির মুক্তি দিও আল্লাহ রক্তের বদলায় (ঐ)

সামশু কয় কারবালার শোকে কাদায়তে পারে না যারে

সেই নবীজির উম্মত নলে বড় নিলজ্জায়

Read Also: বাদশার ও বাদশাহ
Read Also: বাবা তোমায় যায়না ভুলা
New Lyrics: বুক ভরা আশা মনের ভিতর

Leave a Reply