কাটায়েছ জিন্দেগী কি করেছ বন্দেগী

সেলিম রিয়াদ হক্কানী

কাটায়েছ জিন্দেগী কি করেছ বন্দেগী

হিসাব হবে একদিন

মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেদিন

সে কবরে জ্বলবে  বাতি থাকিবে না ভয় ভীতি

হও যদি দয়াল নবীর আশেক আশেকীন (ঐ)

কষ্টের কবর শান্তি হবে প্রসস্থ চারদিক

হও যদি প্রিয় নবীর সত্যিকারের আশিক

সহজেই চেয়ে সহজ হবে যত কঠিন (ঐ)

তোমার জন্য করবে কন্দন সত্যিকারের মানুষগন

কবরবাসি বলবে তোমায় স্বাগতম স্বাগতম

সুখে দুঃখে সবার বুকে থাকবে তুমি চিরদিন (ঐ)

না থাকিলে অন্তরে নবীজির মুহাব্বত

দোজাহানে নাইরে মুক্তি বাচার মত নাইরে পথ

তুমি বড় সর্বহারা , বলে দেবে চেহারা

মৃত্যুর সময় হয়ে মলিন

Read Also: মনের আশা রইল মনে পূরণ হলনা
Read Also: মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
New Lyrics: বুক ভরা আশা মনের ভিতর

Leave a Reply