এলোরে খুশির ঈদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

ও মন রমজানের ঐ রোজার  শেষে এলোরে খুশির ঈদ,

তুই আপনাকে আজ বিলিয়ে দে, শানে আসমানী তাগিদ।

তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ,

দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে,

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী,

সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ।

ঢাল হৃদয়ে তোরে তশতরীতে শিরনি তৌহিদের,

তাের দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মাদ

Read Also: মাঙতো পে নজর ইয়া গঞ্জে শখর
Read Also: মায়ের কান্দন যাবত জীবন
New Lyrics: মা আমেনার কোলে এলেন

One Comment

Leave a Reply