রবিউন নূর

মোহাম্মদ ইকবাল হুসাইন

Huzur Studio Photo

এসেছে এসেছে রবিউন নূর
আকাশে বাতাসে, বেজে উঠেছে
সল্লে আ’লা সুর।।
আহলান সাহলান মারহাবা ইয়া রাসুলুল্লাহ
মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ

আরবেরি চারিদিকে সবাই বলে
নূরেরী এক পুতুল এলো আমেনার কোলে
মা আমেনার কোলে…২
আসমান জমিনে বাজে খুশির বীণ
দরূদে পাকের সুর।।

আদম থেকে ঈসা নবীর বুলি ছিলো সদায়
এমন এক আসবে জ্যোতি যার তুলনা নাই
নাই, যার তুলিনা নাই…২
নূরানী চেহারা, খোদারী পিয়ারা
মায়াতে ভরপুর।।

যাকে পেয়ে ধন্য ইকবাল ধন্য মাখলুকাত
গুনাহগার উম্মতের জন্য বড়ই রহমত
তিনি বড়ই রহমত…২
জীবনে মরনে, হাসরে মিজানে
তিনি সহায় মোর।।

 

Read Also: লোকে আমায় পাগল বলে
New Lyrics: মাওলাই নবীর দিওয়ানা

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.