মাহে রমজান, মাহে রমজান

লেখক মুহাম্মদ মাসুদ রেজা

রহমত বরকত নিয়ে আছে এমনি বয়ান
মাগফিরাত আর নাজাত পাবে সকল মুসলমান
ভাগ্যে যে মোর পেলাম আবার মাহে রমজান

(মাহে রমজান মাহে রমজান)

কোরআনেরি ধ্বনি তোলো মধুর সুরে
হরদমে তে দরূদ পড় নবীর উপরে
মুমিনেরি তরে নবী করেছেন এলান ঐ

সদকা করলে খোদা তাআলা দিবেন নেয়ামত
গরীব দুঃখী এতিম গনদের করো মহব্বত
বরকত মিলবে করো যদি না দেখিয়ে দান ঐ

রোজাদারগন পাবে সেদিন বড়ই সম্মান
কাওছারের পিয়ালা পেয়ে জুড়াবে মনো প্রাণ
লে ওয়ায়ে হামদের নিচে সেদিন পাবিরে স্থান ঐ

মাসুদ রেজা জীবন গড়েন প্রেমের মোহনায়
আল্লাহ নবীর প্রেমিক হয়ে থাকেন সদায়
নাজাত মিলবে রোজ হাসরে নবিজি ফরমান ঐ

Read Also: আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে
Read Also: আমি মানুষ হতে পারি অতি নগন্য
New Lyrics: আমি নবীর প্রেমে মরে গেছি

https://www.youtube.com/watch?v=HAmxADsQ0OY

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.