মদিনা ঈমানের বাড়ি
শায়ের মাওলানা সেলিম রিয়াদ হক্কানী

Huzur Studio Photo

কত জনে কয় আমারে
কি কারণে কাঁদ যদিনা যদিনা করি,
আরো বলে কি লাভ হবে শুধু শুধু মদিনার প্রেমে পড়ি
না জানিলে জান না, না শুনিলে শোন না
মাদিনা ঈমানের বাড়ী তাইতো যদিনার জন্য মরি

সাপ যেমন বাহির হয় গর্ত হতে
ঘুরেফিরে আবার যায় সে গর্তে
ঈমান নাকি এসেছে যদিনা হতে
সারা পৃথিবী ঘুরে যাবে মদিনাতে
বিশ্বাস না হয় হাদিস শরিফ দেখোনা পড়ি।।

মদিনা শরীফ যার হবেনা জান
আল্লাহর কসম তার কাছে নাই রে ঈমান
সত্যিকারের যাহার আছে মদিনার টান
তাহার কাছে রয়েছে সত্যিকার ঈমান
ঈমানদারের মদিনা শরীফ হবে ঈমানের তরী।।

মদিনার সঙ্গে যে করবে দুষমনি
তার ঈমান নিয়ে হবে টানাটানি
মদিনার জন্য যে হবে কুরবানী
দিনে দিনে হবে তাহার মজবুত ঈমানী
নজদি শয়তান যারা তারা তো ঈমানহারা
আমি তাদের ধার না ধারি।।

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.