নবী মোর পরশ মনি

আব্দুল আলিম

নবী মোর পরশ মনি,

নবী মোর সোনার খনি নবী নাম জপে যেইজন,

সেইতো দোজাহানের ধনী। নবী মোর পরশ মনি,

সে নামে মধু মাখা, সে নামে যাদু রাখা;

সে নামে মজনু হইলো মাওলা আমার কাদের গনি।(ঐ)

নবী মোর নূরে খোদা; তার তরে সকল পয়দা ।।

আদমের কলবেতে তারই নূরের রওশানী।।(ঐ)

ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া

ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী।।

নবী মোর পরশ মনি,

চাঁদ সূর্য গ্রহ তারা,

তারই নুরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী

  নিদানে আখে রাতে তরাইতে পুল সিরাতে কান্ডারি

হইয়া নবী পার করিবে সেই তরনি(ঐ)

Read Also: দিওয়ানা বানাইল
Read Also: তৌহিদেরই মুর্শিদ আমার
New Lyrics: তোরা দেখে যা

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.