দিদারের আশায়
মোহাম্মাদ আলাউদ্দিন
ইয়া রাসুলুল্লাহ বিচলিত মন |
আপনার দিদারের আশায় |
ইয়া হাবিবাল্লাহ কাদে তনুমন |
একবার যেতে মদিনায় |
আমার রিদয় টাকে
আপনার প্রেমেয় শিখায়
জালাতে জালাতে
পরিপূর্ণ করে দিন
এই দুনিয়ার মোহ
আমায় যেন না ভাবায়
আমায় রোজ কত দু:খ
কত কষ্ট ছুয়ে যায়
ভেঙে পরিনা আমি
আপনি আছেন তাই
আলাউদ্দীন এর নবী ছাড়া
কেউ নেই দুই ধরায়
আমার দুটি আখি
ঐ সবুজ গুম্বুজ দেখে
কাদাতে কাদাতে
অন্ধ করে দিন
সেই চোখ আমার
পাবে আলো আপনারি কৃপায়
আমার ঠোট দুটোকে
আপনার রওজা মোবারকে
একবার চুমে
ধন্য হতে দিন
তৃষিত এই হৃদয় আমার
তৃষ্ণায় ফেটে যায়
Read Also: মাদানি রঙ্গে
Read Also: আমি মানুষ হতে পারি অতি নগন্য
New Lyrics: আমি নবীর প্রেমে মরে গেছি
https://www.youtube.com/watch?v=XIweXBgL_8Q