দাঁত থাকিতে দাঁতের মূল্য

সৈয়দ হাসান মুরাদ

দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলিনা মন দিলিনা

মা বাবা তোর কত আপন বুঝলিনা মন বুঝলিনা।

মা জননী দশ মাস দিন গর্ভে ধরিয়া বুকের দুধ পান করাইতেন রাত জাগাইয়া

সে মায়ের মনে কষ্ট দিতে একটু ভাবলিনা(ঐ)

মুহাব্বতের মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়া

একটি হজ্বের পূণ্য মিলে হাতের কাছে জান্নাত পেয়ে কদর বুঝলিনা(ঐ)

পাক কোরআনে আল্লাহ তায়ালা দিলেন ঘোষনা মা বাবা

কে বড় কথা বলা যাবে না ওয়াবিল ওয়ালি দাইনি ইহসান লক্ষ্য করলি না(ঐ)

বাবা কত কষ্ট করে সংসার চালাইতে ভাল জিনিস সে না খেয়ে তোরে

খাওয়াইতো সে বাবারই একটি আদেশ রক্ষা করলি না(ঐ)

মা জননী ঘুম পাড়াইতেন বুকে জড়াইয়া বাবা এসে

আপন হাতে নিত তুলিয়া এমন মা বাবাকে মান্য করলিনা(ঐ)

Read Also: দেখা দাও জীবনে একবার
Read Also: নবী আমার জানরে
New Lyrics: দেখা দাও জীবনে একবার

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.