চটফট করেগো নবী অন্তরে

মোহাম্মাদ ইকবাল হুসাইন

Huzur Studio Photo

 

চটফট চটফট করেগো নবী অন্তরে |
নবী, কাছে আইসা ভালোবাইসা |
নাওনা বুকে পাগলারে…………….

 

তোমায় ভালোবাসি বলে বন্ধু হইলো পর
নবী তোমার ভালোবাসা পেলে
আমার কিসের ডর
হাসিমুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজিরে।।

 

তোমার কথা মনে হলে চোখে আসে জল
তুমি আমার ইহ পরজীবনের সম্বল
তুমি ভবে না এলে এই পাগলে হতাম পথহারারে।।

 

তোমায় অনেক ভালোবাসিগো আমি ইকবাল
এক পলক দেখারো আসায় মনটাযে উতাল
পাগল মনটা করোগো ঠান্ডা একবার দেখা দিয়ারে।।

 

Read Also: লোকে আমায় পাগল বলে
Read Also: নবী ছাড়া ঐ কবরে নাইরে বান্ধব নাই
New Lyrics: এক যে আছে নূরের দেশ

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.