কে বুঝিবে মনের ব্যাথা

 সেলিম রিয়াদ

কে বুঝিবে আমার মনের ব্যাথা

কে শুনিবে আমার মনের ব্যাথা

রাসুল বীণে পাইনা খুজে যথা ।

দেখেছি আমি এই দুনিয়ায় কত শতশত

পাইনা খুজে ভূবন মাঝে আমার নবীর মত (২)

তাহাতে পাই সকল মানবতা।

যারা হয়েছে এই দুনিয়ায় সবার কাছে আমরণ

তারাইতো তাহাকে করেছে অনুসরণ (২)

তিনি শিখিয়েছেন জীবনের উজ্জ্বলতা ।

তাহার আদর্শ দেখি দুনিয়ায় হয়েছে সবাই অবাক

শিখিয়েছেন ভালোবাসা তিনি নয় হিংসা-রাগ ।

তাহাতে রয়েছে এক সাগর মমতা।

Read Also: নামাজকে বলনা কাজ আছে
Read Also: বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর
New Lyrics: মনের বাসনা

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.