কিয়া বাত মেরে মাওলা

এস এম ইকবাল

তুমি দিয়েছ এমন নবী, মাওলা

আধাঁর ভুবনে যেন উঠলো  রবি।

সেই রবির আলোতে

জগত হল উজালা।

কিয়া বাত কিয়া বাত ।

কিয়া বাত মেরে মাওলা…

যে সময়ে বেছে নিল পথ সবাই ভুল

সে সময়ে ফোটালেগো  নূরেরই ফুল..২

সেই ফুলের সুবাসেতে জগত হল উজ্বালা।।

সেই নবীর প্রেমেতে জীবন করে কোরবান।

ধন্য হল আবু বকর ওমর ওসমান..২

দুজাহানে মাওলা আলীও হল উজ্বালা।।

দ্বীনের কাজে শুনেছেন কত অপবাদ।

উম্মতের লাগি সয়েছেন।শত আঘাত।

ইকবালে কয় সেই নবী ছাড়া হবেনা জীবন উজালা।।

Read Also: নবী মোর পরশ মনি
Read Also: নবী নবী করে আর কতকাল
New Lyrics: নবী প্রেমে প্রেমিক হলে

https://www.youtube.com/watch?v=QDr4_JyfLYo

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.