কার লাগিয়া কান্দ

 মুহাম্মদ সেলিম রিয়াদ

কার লাগিয়া কান্দ রে মন কার লাগিয়া বান্দ

কেউ তো তোমার আপন হবেনা।

যে জন হবে আপনা সেইতো মদিনা

মদীনা মদীনা মদীনা (২)

এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই

দয়ার নবী প্রানের নবী আপন সদায়।

এ মন আপনা তিনি যার নাই উপমা (ঐ)

কবর হাশর পুল সিরাতে কোন আপন পাবেনা

যে জন পাবে সে জন হবে শাহে মদীনা

উম্মতের কষ্ট নবী সইতে পারেনা (ঐ)।

নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই

সারা জীবন কেঁদে ছিলেন উম্মতের মায়ায়

এখানে কাদেন তিনি সোনার মদিনায় ।।

Read Also: মনের আশা রইল মনে পূরণ হলনা
Read Also: বাবা তোমায় যায়না ভুলা
New Lyrics: বুক ভরা আশা মনের ভিতর

Leave a Reply