ও… মদিনার বুলবুলি
তোমার নামে ফুল তুলি

ও… মদিনার বুলবুলি
তোমার নামে ফুল তুলি। (৩)
যতন করে হৃদয় মাঝে (২)
একা একা নিরিবিলি। (ঐ)

ও… মদিনার বুলবুলি
তোমার নামে ফুল তুলি।

যতন করে হৃদয় মাঝে
একা একা নিরিবিলি।

সেই ফুলেরই পাপড়িগুলো ঝড়ে পড়েনা…
মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। (৩)
সেই সুবাসে ব্যাকুল হয়ে (২)
গাই তোমারই গিতালী… (ঐ)

ও… মদিনার বুলবুলি

মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি…
তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। (৩)
কবি ও.. কবির সাথে (২)
গড়ে সাধের মিতালী…

ও… মদিনার বুলবুলি

Read Also: মাঙতো পে নজর ইয়া গঞ্জে শখর
Read Also: মায়ের কান্দন যাবত জীবন
New Lyrics: যখন আমি ছোট্ট ছিলাম

12 Comments

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.