আল্লাহ তোমার দরবারেতে

সৈয়দ মুহম্মদ আবু আজম

আল্লাহ তোমার দরবারেতে,

হাজার শুকরিয়া সালাম জানায় নূর নবীজির চরণ ধরিয়া ছোট্টবেলায় না’ত খাঁ বানালেন দয়া করিয়া(ঐ)

আমার কত ছেলে কেজি স্কুলে পড়ে আরো কত শিশু ছেলে অকালেতে ঝরে

যদিও বা আমার জন্ম ছোট্ট একটি নিড়ে আব্বা-আম্মা স্বপ্ন দেখে তবু আমাকে ঘিরে তাইতো আমি পড়ছি আশেকানে আউলিয়া(ঐ)

কত জনে নেয় আমাকে আপন কোলে তুলে যখন আমি গজল গায় দুনিয়াদারী ভুলে শহীদে কারবালা

শিশু আসগরের স্মরণ হলে নবী প্রেমিকদের বুক ভেসে দেয় আপন চোখের জলে নজরানাতে দেয় আমাকে পূর্ণ করিয়া (ঐ)

একসময় দেখত যারা ব্যান্ড প্যাকেজ নৃত্য এসব দেখে হত সবাই মাতাল সর্বস্বান্ত হৃদয়

তাদের হয়ে যেত ক্ষত ও বিক্ষত চলতে ফিরতে তারা শুধু এসব গান গাইত এখন তারা মহা ব্যস্ত ইসলামী সংগীত লইয়া(ঐ)

Read Also: মাহে রমজান মাহে রমজান
New Lyrics: ওগো মোর দয়াল নবী