আর মন জানে আর আই জানি

মোহাম্মাদ আলাউদ্দিন

Huzur Studio Photo

আর মন জানে আর আই জানি |
আর চোগত কিওর পানি |
নবীর দেশত যাইবালাই |
মন গরের পেরেশানি |

 

রওজার পাশে থিয়াই আই
চোগর পানি ছাড়ি
নবির লয় হতা হইতাম
মন উজার গরি
আই ন ফুনিলেও নবির হতা
নবি ফুনে আই জানি

 

আল্লাহ তুইঁ আঁরে একবার
মদিনা লইযও
জান্নাতর আশা নগরির
নবিরে দেহোও
আলাউদ্দীনের মনত চলের
এই গুঞ্জন দিন রজনি

 

ছবির মিক্কা চাই চাই
হদিন থাইক্কুম আর
হত ধনি লইজার গরিব
আরে লইনো যার
সবুজ গুম্বুজ চাইত পারিলেও
হইমতো মনর জলনি

Read Also: মাদানি রঙ্গে
Read Also: আধার ভূবনে উদয় হল পূর্ণিমার চাঁদ
New Lyrics: আমি নবীর প্রেমে মরে গেছি

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.