আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর

কবি এম. মহিউদ্দিন

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর

এসে কোন রূপকারে সাজালোএই চরাচর

চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল

সেই রূপ দেখে হয় আঁখিদয় সুশীতল

কেটে গেছে কুৎসিত নিশিতের দ্বিপ্রহর

এসে কোন রূপকারে সাজালো এই চরাচর

বনে বনে ফোটে ফুল পাখি করে কলরব

সবখানে কেন এত আয়োজন উৎসব।

গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর।

এসে কোন রূপকারে সাজালো এই চরাচর।

উল্লাস করে আজ সাহারার লু-হাওয়ায়

ফুরাতের জলরাশি কুলে কুলে উছলায়

পর্বত চূড়া হতে নেমে আসে নিৰ্ব্বর

এসে কোন রূপকারে সাজালো এই চরাচর।

অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান

নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান

করে সবে জয়ধ্বনি ‘আল্লাহু আকবর

এসে কোন রূপকারে সাজালোএই চরাচর।

মারহাবা, মারহাবা, সৃজনের রহমত

এসেছেন অবনিতে, ‘নূর নবী হযরত

আলোকিত তাই মাতা ‘আমিনার’ কুঁড়ে ঘর

যে আলোয় অবগাহি পৃথিবীটা সুন্দর।

Read Also: আল্লাহকে যে পাইতে চাই
Read Also: আল্লাহ আমার প্রভু
New Lyrics: আল্লাহকে যে পাইতে চাই

Leave a Reply