মিলাদুন্নবীর খুশির আমেজ
আলাউদ্দিন আলো
![]()
রঙিন কাগজ কেটে কেটে
কেউবা সাজায় ঘর
লাল নিল বাতি দিয়ে
কেউ সাজায় শহর
বাতাসে উড়ছে দেখ
পতাকা নবিজির
খুশির আমেজ চারিদিকে
মিলাদুন নবির।
ছোট শিশুর হাতে দেখি
নিশান মোস্তফার
জুলুসেতে যাচ্ছে সেও
হাত ধরে বাবার
তাই দেখিয়া শৈশব আমার
চোখে জমায় ভির
খুশির আমেজ চারিদিকে
মিলাদুন নবির।
এই জুলুসে সেই আসে যে
নবিকে ভালোবাসে
আওলাদে রাসুলের
ঘুরে পাশে পাশে
নারায়ে রিসালাত বলে
দিচ্ছেরে তাকবির
খুশির আমেজ চারিদিকে
মিলাদুন নবির ।
ঈদ মোবারক বলে সবাই
বুকে মিলাই বুক
কত দুখি এই জুলুসে
খুজে পায়রে সুখ
বায়াত হতে হুজুরের হাতে
কেউবা জমায় ভির
খুশির আমেজ চারিদিকে
মিলাদুন নবির ।




