আমি কি গোলামের খাতায় হইয়াছি রেজিষ্টারি
আলাউদ্দিন আলো
![]()
দয়া করে আমায় একবার
বলে দেন গো নবিজি
আমি কি গোলামের
খাতায় হইয়াছি রেজিস্ট্রারি।
নাইযে কোন আমল আমার
নাইযে কোন সম্বল আমার
আপনার ই শান গেয়ে বেড়াই
এটাই আমার চাকরি
আমি কি গোলামের খাতায়
হইয়াছি রেজিষ্টারি ।
শয়তান এর দল যুক্তি করে
ইমান আমার নিচ্ছে কেড়ে
মালিক ছাড়া এই গোলামের
দাম কি আর কানাকরি
আমি কি গোলামের খাতায়
হইয়াছি রেজিষ্টারি ।
মুনিব আপনার গোলাম জানি
দুই জগতেই হয়গো দামি
আলাউদ্দীন কে কৃপা করি
দেখান গো আপনার বাড়ি
আমি কি গোলামের খাতায়
হইয়াছি রেজিস্টারি।




