১২রবিউল আওয়াল ঘুরে এসেছে

১২রবিউল আওয়াল ঘুরে এসেছে সকল ঈদের

সেরা ঈদ ঘুরে এসেছে চলরে চল সবে চল নবীর জুলুছে।

মানব দানব হুর গেলমান ত্রিভূবনেতে নূর নবীজির চরণ

ধূলার ছিলা আশাতে রবিউল আওয়ালে আল্লাহ আশা পুরাইছে(ঐ)

প্রিয় নবীর আগমন এমন খুশির দিন রহমতের বাতাসে ভরছে

আসমান আর জমিন পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে(ঐ)

নারায়ে তাকবির আল্লাহু আকবর দেব শ্লোগান নারায়ে রিসালাত

বলে গাইব নবীর শান যে নবীর কারণে আল্লাহ সকল করেছে(ঐ)

পেলেন আল্লাহর হাবিব বান্দা সাধের উপহার শামশু বলে

চিন্তা কিসের উম্মত যে তাহার রাহমাতুল্লিল আলামিন কোরআনে আছে(ঐ)

Read Also: তুমি রহিম তুমি রহমান
New Lyrics: হবেনা আর দ্বিতীয়

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.