হয় না কেন ভাগ্য বদল
![]()
কত আউল গেল বাউল গেল
গেলোরে পাগল
ও নবী এই অধমের হয়না কেন
ভাগ্য বদল ।
অভারেই সংসার আমার
টানান টানি
তবু তোমায় দেখার আশা আমার
একটু কমেনি
কত রাত গেল দিন গেল
ফেলে চোখের জল
ও নবী এই অধমের হয়না কেন
ভাগ্য বদল ।
মা ও নাইরে বাপ ও নাইরে
এতিম জগতে
বেচে আছি এই ধরাতে
তোমার রহমতে
তুমি ছাড়া কে শুনিবে
দু:খির এই গজল
ও নবী এই অধমের হয়না কেন
ভাগ্য বদল ।
মন দিয়াছো ওগো আল্লাহ
ধন তো দিলানা
পাগল মনটা নবি দেখার
ধরেছে বায়না
আলাউদ্দীনের মদিনা যাওয়ার
নাই কোন সম্বল
ও নবী এই অধমের হয়না কেন
ভাগ্য বদল ।



