মদীনার বুলবুলি
লেখক মুহাম্মদ মাসুদ রেজা
![]()
আমি যদি হতাম মদীনার বুলবুলি পাখি
উড়ে উড়ে দেখতাম মদীনার অলিগলি
শুনতাম মসজিদে নববীর মধুর আজান
সুরে সুরে উড়তাম মদীনার আসমান
ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি ঐ
হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস,
মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস,
মিটবে পিপাসা দেখিলে রওজার জালি ঐ
দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে
প্রাণ ভরে দিতাম সালাম নুর নবীর সনে,
গুনগুনিয়ে গাইতাম মাসুদ দরূদের কলি ঐ
Read Also: মাদানি রঙ্গে
Read Also: আমি মানুষ হতে পারি অতি নগন্য
New Lyrics: আমি নবীর প্রেমে মরে গেছি




