বারো মাসের নাম
সৈয়দ হাসান মুরাদ কাদেরী
![]()
মুহররম সফর রবিউল আওয়াল
রবিউস সানী জুমাদাল আওয়াল।
জুমাদাস্ সানী রজব সাবান রমজান।
শাওয়াল জিলকদ জিলহজ্ব বার মাসের নাম
জেনে রেখ, মনে রেখ ওহে মুসলমান-ঐ
বহু নবীর স্মৃতি আছে মুহম জুড়ে ।
১২ই রজব শেরে বাংলার ওরশ শরীফে
দশ তারিখে সবাই কাঁদে কারবালার স্মরে ।
আশেকেরা ভীড় জমায় মাজার শরীফে।
আখেরী সাহার শুম্বা আছে ঐ সফরে ।
২৭ রজব দাওয়াত দিলেন প্রভূ রহমান।
দোয়া লেখার গোসল করে শেষ বুধবারে ।
লা-মকানে গেলেন নবী হয়ে মেহমান।
রবিউল আউয়ালে দেখ নবীর আগমন ।
শবে বরাত পালন করে নিসফে সাবান।
মিলাদুন্নবীর খুশীতে ভরে তনুমন।
দয়া ক্ষমা মুক্তির মাস মাহে রমজান ।
জশনে জুলুছে বাড়ে মু’মিনের ঈমান-
ঐ শবে কদরে নাযিল হল আল কোরান-ঐ।
রবিউস সানীতে ফাতেহায়ে ইয়াজদাহুম ।
শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদেরী উৎসব
বড়পীরের আলোচনায় ভাঙে সবার ঘুম ।
ঈদগাহে নামাজ পড়ে খুশির কলরব।
জুমাদাল আউয়ালে হযরত আলীর আগমন
জিলকদে ওফাত হল শাহে ছিরিকোটি।
খোদার ঘরে জন্ম নেয়া তিনতো একজন ।
শাহ জালাল ইয়ামেনী, গাউছে ভাণ্ডারী ।
জুমাদাস সানীতে সিদ্দিকে আকবর স্মরণ ।
জিলহজ্বে হজ্ব করে বিশ্ব মুসলমান।
প্রিয় নবীর পাশে যিনি আছেন আজীবন।
৯ তারিখে আরাফাতে করে অবস্থান।
৬ই রজব খাজা বাবার দেখ আজব শান-ঐ’
১০ তারিখে ইব্রাহিমের স্মৃতিতে অম্লান-এ
Read Also: এক যে আছে নূরের দেশ
Read Also: উপমা তোমার কেউ দেখেনি কখন
New Lyrics: ইয়া রাসুলুল্লাহ মুঝকো মাদীনে বুলালো





Please update this lyrics