দীন – দরিদ্র কাঙ্গালের তরে

-কাজী নজরুল ইসলাম-

 

দীন- দরিদ্র কাঙ্গালের তরে এই দুনিয়ায় আসি’
হে হযরত, বাদশাহ হ’য়ে ছিলে তুমি উপবাসী।।

তুমি চাহ নাই কেহ হইবে আমীর, পথের ফকীর কেহ,
কেহ মাথা গুঁজিবার পাইবে না ঠাঁই, কাহারো সোনার গেহ,
ক্ষুধার অন্ন পাইবে না কেহ, কারো শত দাস দাসী।।

আজ মানুষের ব্যথা অভাবের কথা ভাবিবার কেহ নাই,
ধনী মুসলিম ভোগ ও বিলাসে ডুবিয়া আছে সদাই,
তাই তোমারেই ডাকে যত মুসলিম গরীব শ্রমিক চাষী।
বঞ্চিত মোরা হইয়াছি আজ তব রহমত হ’তে,
সাহেবী গিয়াছে, মোসাহেবী করি’ ফিরি দুনিয়ার পথে,
আবার মানুষ হব কবে মোরা মানুষেরে ভালোবাসি।।

Read Also: দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
Read Also: দুইদিনের দুনিয়াতে কত জনের দেখা
New Lyrics: দেখা দাও জীবনে একবার

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.