ছটপট করে যেতে মন
আজিজ রজভী

ছটপট করে যেতে মন সোনার মাদিনা
ওগো নবি কামলিওয়ালা আমায় ডাকো না।

ভেতরে বাহিরে কতো যে রোগ আমার
শিফা মিলবে তবে পরশে গেলে তোমার।
মাদিনার ওই মাটি রোগ নিরাময়ের ঘাঁটি
তোমারই ঘোষণা।

যেথা দিলে চোখ ফিরতে আর চাহে না
সে অপরূপ সুন্দর জান্নাতের এক নমুনা।
মাদিনা মানোয়ারা যেতে সব পাগলপারা।
হৃদয়ে ঠের সহে না।

স্বর্গের চেয়ে সুখ মিলে তোমারই পরশে
অনুভব করতে পারি বসেও বাংলাদেশে।
সবুজ রঙে ঘেরা রওযা পাক সৃষ্টির সেরা
শান্তির সেথা ঝর্ণা।

মাদিনার যিকিরে গায়ে যার আগুন জ্বলে।
মুমিন হলে জ্বলছে কেন নরকী রষানলে
ওরে আজিজ রজভী মাদিনা শান্তির চাবি
নাকি তুমিও বুঝো না।

Read Also: নবী মোর পরশ মনি
Read Also: নামে মোবারক মোহাম্মদ
New Lyrics: নিখিল প্রেমাস্পদ

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.