কে সেই জন আজ আসিল এই ধারায় বুকে

মুহাম্মদ আবদুল আজিজ রজভী

কে সেই জন আজ আসিল এই ধারায় বুকে

আসমানেরী তারকারাজি পড়িল ঝুকে

একে একে আসল নেমে জমিনের দিকে

অন্ধকার দূর করতে পাঠাল আল্লাহর প্রিয় হাবিব কে (ঐ)

তাশরিফ আনলেন দয়াল নবী মা আমেনার ঘরে

হুর গেলমা দরুদ সালাম পড়ে একি সুরে

খোদ কাবা সিজদায় পড়ে আল্লাহর নবীর দিকে। (ঐ)

হযরত হাওয়া মরিইয়াম হাজেরা এলো  আছিয়া

ফিরিস্তা কুল জুলুস করে নুরানী ঝান্ডা নিয়ে

খুশিতে সব আত্ন ভোলা পেয়ে আল্লাহর নবীকে (ঐ)

যখন ভবে মোদের নবীর হইল আগমন

আনন্দ উল্লাসে মেতে উঠল ত্রিভুবন

তাওরাত ইঞ্জিল যাবুর বলে পাথাল শেষ নবীকে (ঐ)

কাবা ঘরের দেব দেবী পড়িল সিজদায়

সল্লে আলা যিকির করে সারা দুমিয়ায়

আজিজ বলে শয়তান পলায় মীলাদুন্নবী দেখে । (ঐ)

Read Also: বাদশার ও বাদশাহ
Read Also: পলকে জীবন দিয়ে দিব
New Lyrics: বক্ষে আমার কাবার ছবি

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.