ও মদিনা তোমায় ভূলতে পারিনা

লেখক মুহাম্মদ সেলিম রিয়াদ

ও মদিনা তোমায় ভূলতে পারিনা কি করে ভূলব তোমায় বলনা বলনা

তোমার বুকে শুয়ে আছে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না।

তিনি আমার জানের জান,আমার প্রানের প্রাণ যাঁকে হারালে হারাব

আমি দো জাহান যাঁর নাম না নিলে (ওমদিনা) দোয়া কবুল হয় না।

আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে

মায়ার নজরে বন্ধু শানে দরুদ পড়েন (ওমদিনা) আল্লাহ একজনা।

তোমার বুকে দয়াল নবী আছেন বলে,

মদিনা নামটি তাই আশেকের দিলে তোমায় দেখার লাগি(ওমদিনা,)মোদের কত বাসনা।

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.