একটু দাড়াও ইয়া মুহাম্মদ

মোহাম্মদ ইব্রাহীম

Huzur Studio Photo
একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদ
আমি নয়ন ভরে তোমায় দেখবো
আমি পরাণ ভরে তোমায় দেখবো
দিলের সাধ মিটায়া তোমায় দেখবো ।

এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে
জিবরিল আসিয়া তখন বলে বিনয় করে
ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে
মেরাজে গেলেন নবী আলাপণ হলো সবই
বিদায় কালে আল্লাহ তালা হলেন বেকারার
আল্লাহ বলে দেখারই সাধ মিটলো না আমার
তুমি আরো কিছু সময় থাকো
তোমায় পরাণ ভরে আমি দেখবো
একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদ
আমি নয়ন ভরে তোমায় দেখবো ।

আশিক মাশুকের খেলা খেলছে দমে দমে
ছায়া কায়া এক হইলো আরশে আজিমে
বিদায় নিলেন রাসুল আল্লাহ ফিরে এলেন বায়তুল্লাহ
উম্মে হানির ঘরে এলেন বিছানা গরম পেলেন
এরই মাঝে সাতাশ বছর হইয়াছে গত
আল্লাহ বলেন আমার হাবিব আমারই মত
আমার ইশকের গুনে নুরুন নবী
প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো
একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদ
আমি নয়ন ভরে তোমায় দেখবো ।

সকাল বেলা দয়াল নবী বায়তুল্লায় আসিয়া
সাহাবা কেরামদের তিনি আনিলেন ডাকিয়া
মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা
পাঞ্জেগানা নামায হবে শরীয়ত জারি রবে
সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে
নুরুন নবী নুরুল্লাহ যে কলবে থাকে
ইব্রাহীম কয় ইয়া রাসুল আল্লাহ
আমার দিলের কাবায় তোমায় রাখবো
একটু দাড়াও দাড়াও ইয়া মুহাম্মদ
আমি নয়ন ভরে তোমায় দেখবো ।

Read Also: আমার নবি নূরের নবি
Read Also: কত মানুষ যায় দল বেঁধে মক্কায়
New Lyrics: এক যে আছে নূরের দেশ

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.