আমি মদিনার বাগানের কোকিল

শায়ের মাওলানা সেলিম রিয়াদ হক্কানী

Huzur Studio Photo

আমি মদিনার বাগানের কোকিল
সাল্লে আ’লা আমার সুর

আমি ভিখারী আপনি দাতা
আমায় নজর দাও ও আমার আকা
আমায় নিয়ে যাও মদিনা শহরে
ভিষণ জ্বালা আমার অন্তরে
পাক পাঞ্জাতনের সদকায় দুআ কর মনজুর (ঐ)

কেঁদে কেঁদে বুক যায় ভেসে
নবী আপনাকে দেখিতে
ঝরনার মত অশ্রুধারা আমার দু আঁখিতে
তাইতো সেলিমের বুকে মুখে সদাই কান্নার সুর (ঐ)

সকাল-বিকাল উড়ে উড়ে নবীর গীত আমি গাইবো
যখন আসবে যদিনার স্মরণ নীরবে অশ্রু ঝরাবো
আপনার দিদার যদি পেয়ে যায় (ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ)
দু:খ আমার হবে দূর (ঐ)

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.