সব পেরেশান হয় অবসান

মুহাম্মদ আবদুল আজিজ রজভী

শুধু মাদিনা চাই গো যেতে আর কোথাও না

সব পেরেশান হয় অবসান দেখলে মাদিনা।

যেদিন থেকে নুর নাবি মোর আছেন সেই শহরে

সেদিন থেকে রহমাতের বারিষ অনবরত ঝরে

 দিবা-নিশী রবি-শশী পাঠায় সালামের নাযরানা।

সব পেরেশান হয় অবসান দেখলে  মাদিনা।

দুনিয়াদারী গাড়ি-বাড়িতে নাইরে কোন সুখ-শান্তি

দিনদিন শুধু বাড়তে রয় মনের যত অশান্তি

সকল ক্লান্তি দুর করতে এটাই মোর বাসনা।

সব পেরেশান হয় অবসান দেখলে মাদিনা।

নাবির পরশে ধন্য শহর হলে মাদিনা মনোয়ারা

কী যে মায়া বিরাজমান সেথায় অবিরত দয়ায় ভরা

সৃষ্টিকুলে অদ্বিতীয় ভূমি জান্নাত তাহার তুলনা।

সব পেরেশান হয় অবসান দেখলে মাদিনা।

সবুজে গম্বুজের নিচে জান্নাতি ফরশে নাবি

গুনাহ মাফের ঠিকানাএটাই বলে আজিজ রজভী

পাপীর মাফ নাবির কদমে আল্লাহপাকের ঘোষণা।

সব পেরেশান হয় অবসান দেখলে মাদিনা।

Read Also: Gali Gali Saj Gai
Read Also: Hasbi Rabbi Jallalallah
New Lyrics: Haal e Dil Kis Ko Sunain

One Comment

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.