রহমতের প্রতিচ্ছবী

এস এম ইকবাল

ওগো মায়ার নবী।

রহমতের প্রতিচ্ছবী।

তুমি না এলে দুনিয়ায়।

আধাঁরে যেত ডুবি।

ইয়া নবী ইয়া নবী ইয়া নবী।

ইয়া নবী ইয়া নবী ইয়া নবী।

আসমান হল জমিন হল।

নবী তোমার জন্য

উম্মত হয়ে আমি নিজেও হলাম ধন্য,.২

সুধু চাঁদ তারা গ্রহ নয়। হল আকাশের রবি।।

অন্যায়ে জুলুমে ভুবন আধার ছিল।

তোমার নুরের আলোতে আলোকিত হল ২

তোমার ছোঁয়ায় পাপিও পাপ হতে পেল মুক্তি।।

তোমার দামান যে ধরেছে যায়নি বিফলে।

দুনো জাহানে হল দামি বলেগো ইকবাল..২

বুবকর ওমর উসমান আলী(রা)প্রমাণে সবি।।

Read Also: মনের আশা রইল মনে পূরণ হলনা
Read Also: মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
New Lyrics: মা আমেনার কোলে এলেন

Leave a Reply


The reCAPTCHA verification period has expired. Please reload the page.