মন যায় আমার উরে উরে
মীর মোশারফ হোসেন
![]()
সোনার মদিনায় সোনার মদিনায়।
অশান্ত মন হয় না শান্ত কেমনে বুঝায়
মন যায় আমার উড়ে উড়ে সোনার মদিনায়।
পড়বো নববীতে নামাজ
শীতল হাওয়া করবে বিরাজ
জান্নাতেরি সুবাস আছে রিয়াজুল জান্নায়।
রওজা শরীফ দেখে দেখে
থাকবো নূরী সুবাস মেখে
নূর কদমে অগণিত সালাম জানাই।
ঐ মদিনার শামিয়ানায়
দুই জগতের সব পাওয়া যায়
কোরবানি হোক জীবন আমার সেই ভাবনায়।
অঙ্গে মেখে পূত মাটি
পাপ তনুমন করবো খাঁটি
আল বাংগালীর প্রেম মদিনার ধূলিকণায়।




